শীর্ষে উঠে প্যারিস মাস্টার্সের শিরোপা জিতলেন মারে

_92296659_andy_murray_getty_parisসোমবারই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে এটিপি র‌্যাংকিং। তবে এর আগেই নিশ্চিত হয়ে গেছে অ্যান্ডি মারের শীর্ষে উঠা। প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠেই নিজের আধিপত্যের জানান দিয়েছিলেন। ইতোমধ্যে ফাইনালেও মার্কিন তারকা জন ইসনারকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলেছেন।

যার মধ্য দিয়ে ১৯৭৩ সালে র‌্যাংকিং চালু হওয়ার পর ২৬তম খেলোয়াড় হিসেবে চূড়ায় উঠার কীর্তি গড়লেন মারে। তবে ব্রিটিশ খেলোয়াড় হিসেবে মারেই প্রথম তারকা হিসেবে এই কীর্তি গড়লেন। এমনকি বয়সের দিক থেকে দ্বিতীয় স্থানে থেকে এমন কীর্তি গড়েছেন। এর আগে ১৯৭৪ সালে তার থেকে বেশি বয়সে (৩০ বছর ১১ দিন) এই কীর্তি গড়েন জন নিউকাম্ব।

বছরটা যে মারেরই তার প্রমাণ এই প্যারিস মাস্টার্সের শিরোপা। এ নিয়ে এ বছর ষষ্ঠ এটিপি শিরোপা জেতার স্বাদ নিলেন ব্রিটিশ তারকা মারে। এছাড়া দ্বিতীয় অলিম্পিক স্বর্ণ, উইম্বলডন শিরোপাতো রয়েছেই।

অবশ্য শীর্ষে উঠে এমন কীর্তি গড়ার জন্য মিলোস রাওনিককেই কৃতজ্ঞতা জানাতে হবে মারের! কারণ ইনজুরির কারণে সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহারের পরই যে এমনটি করতে পেরেছেন ব্রিটিশ তারকা! বিবিসি।

/এফআইআর/