বিদায় ক্যাটি লাফ্রান্স!

tennisজুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে খেলতে চার্টার্ড বিমানে ঢাকায় এসেছিলেন মার্কিন তারকা ক্যাটি লাফ্রান্স।  শুরুতে দুর্দান্ত খেললেও বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালেই।  

ওয়ালটন ৩০তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালিকা বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন আমেরিকার শীর্ষ এই বাছাই।

আজ বৃহস্পতিবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে লাফ্রান্স ভারতের মুশকান গুপ্তার কাছে ৬-৩,৬-৪ গেমে হার মানেন।

অন্য কোয়ার্টার ফাইনালগুলোতে ভারতের কেশপ তানিশা ৬-৪, ৭-৬ গেমে কোরিয়ার পার্ক জি মিনকে, চায়নার জিয়াওউই হু ৬-৩, ২-৬, ৬-৪ গেমে ভারতের হার্শা চ্যালা কে এবং চায়নার জিংগি ওয়াং ৬-১, ৬-৩ গেমে জাপানের রুনা ইচি নোজকে পরাজিত করে সেমি-ফাইনালে উঠেন।

এদিকে বালক এককের কোয়ার্টার ফাইনালে ভারতের মৃতুঞ্জয় বাদোলা ৬-৪, ৬-৪ গেমে কোরিয়ার কি বাম কিমকে, ভারতের রিসাব শারদা ৬-২, ৬-৩ গেমে কোরিয়ার জাং হো সিনকে, কোরিয়ার চ্যাং ওক পার্ক ৭-৬, ৭-৫ গেমে ভারতের কারান শ্রীভাসতাভকে এবং ভারতের সাচ্চি শর্মা ৩-৬, ৬-৪, ৬-২ গেমে স্বদেশি প্রনেশ বাবুকে পরাজিত করে সেমি-ফাইনালে পৌঁছান।

 /আরএম/এফআইআর/