লাল দুর্গে নাদালের ‘লা দেসিমা’

খেলা শেষ হওয়ার পর নাদালের উদযাপনদেশ স্পেন, কিন্তু ফ্রান্সকেও বলা চলে নাদালের আরেকটি ঘর। যেখানে অদম্য তিনি। আগের দুই বছর শিরোপায় হাত রাখা হয়নি। এবার শিরোপা পুনরুদ্ধার করলেন। ২০১৫ সালের চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শ্রেষ্ঠত্ব দখল করলেন নাদাল। এটা কেবল ‘স্বাভাবিক’ কোনও জয় নয়, প্রথম খেলোয়াড় হিসেবে কোনও একটি গ্র্যান্ড স্লাম ১০ বার হাতে নেওয়ার কৃতিত্ব গড়লেন তিনি।

৬-২, ৬-৩, ৬-১ গেমে ফ্রেঞ্চ ওপেনে ‘লা দেসিমা’ জিতলেন নাদাল। এনিয়ে ১৫টি গ্র্যান্ড স্লাম জিতে সর্বকালের শীর্ষদের তালিকায় পিট স্যাম্প্রাসকে টপকে দুই নম্বরে উঠলেন তিনি। তার চেয়ে তিনটি বেশি শিরোপা জিতে সবার উপরে আছেন রজার ফেদেরার (১৮)। ২০১৪ সালের পর প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের স্বাদ পেলেন ৩১ বছর বয়সী নাদাল।

এ বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন নাদাল। কিন্তু তাকে হারিয়ে ১৮তম গ্র্যান্ড স্লাম জেতেন ফেদেরার।

/এফএইচএম/