ইউএস ওপেনে জোকোভিচের খেলা নিয়ে সংশয়

ইউএস ওপেনে জোকোভিচের খেলা নিয়ে সংশয়আর কিছুদিন পরেই ইউএস ওপেন। তার আগেই চোটের খাতায় নাম লিখিয়েছেন সাবেক এক নম্বর নোভাক জোকোভিচ! সার্বিয়ান গণমাধ্যমগুলোর খবর, চোটের কারণে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

চোটের খবর উইম্বলডনেই দিয়েছিলেন জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন। তখনই জানিয়েছিলেন সুস্থ হতে বিশ্রামে যেতে চান তিনি। ডান কনুইয়ের এমনই অবস্থা যাতে প্রয়োজন লম্বা ছুটির! সেই চোটের কথা জানিয়েই সার্বিয়ান স্পোর্টসকি জুরনাল জানিয়েছে, ৩০ বছর বয়সী তারকাকে ১২ সপ্তাহ সাইড লাইনে থাকতে হতে পারে! অতিরিক্ত চাপ নেওয়াতেই বেহাল অবস্থায় রয়েছেন সার্বিয়ান তারকা।

২৮ আগস্ট শুরু হবে এই টুর্নামেন্ট। সেখানে জোকোভিচ শেষ পর্যন্ত থাকবেন কিনা তা নিয়ে এখনও জানা যায়নি বিস্তারিত। তবে এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব রকমের পরীক্ষা-নিরীক্ষাই করছি। বেশ কয়েকজন চিকিৎসকের দ্বারস্থ হয়েছি।’

১২ গ্র্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ সবশেষ এই টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ২০১৫ সালে। ২০১১ সালেও জিতেছিলেন এর শিরোপা। তাই এবার না থাকলে দর্শক হয়েই থাকতে হবে টুর্নামেন্টে!

/এফআইআর/