কোচ লেন্ডলের সঙ্গে মারের ছাড়াছাড়ি

লেন্ডলের সঙ্গে মারে‘পারস্পরিক সমঝোতা’ করে কোচ ইভান লেন্ডলের সঙ্গে দ্বিতীয়বার ছাড়াছাড়ি হলো অ্যান্ডি মারের। ২০১২ থেকে ২০১৪ সালে লেন্ডলের সঙ্গে দুই বছরের প্রথম মেয়াদে স্কটিশ তারকা জিতেছিলেন উইম্বলডন, ইউএস ওপেন ও অলিম্পিক স্বর্ণ।

অ্যামিলি মোরেসমোর সঙ্গে দুই বছরের কাটানোর পর ২০১৬ সালে আবারও লেন্ডলকে নিয়োগ দেন মারে। এই মেয়াদে জিতেছেন দ্বিতীয় উইম্বলডন শিরোপা ও অলিম্পিক স্বর্ণ। ওই বছরই বিশ্বের এক নম্বর হন স্কটিশ তারকা।

দারুণ সব সফলতা পাওয়ায় লেন্ডলের প্রতি কৃতজ্ঞ মারে, ‘গত কয়েক বছরে ইভানের সহায়তা ও নির্দেশনার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে। আমাদের দারুণ সফলতা ছিল এবং দল হিসেবে অনেক শিখেছি।’

সাবেক এক নম্বর ও ৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী লেন্ডল বলেছেন, ‘আমি অ্যান্ডিকে শুভ কামনা জানাই। দারুণ সময় কেটেছে আমাদের, অনেক মজার ছিল।’

লেন্ডলের সঙ্গে দ্বিতীয় মেয়াদে খুব বেশি সময় কোর্টে কাটাতে পারেননি মারে। তার শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ছিল জুলাইয়ে, উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে স্যাম কুয়েরির কাছে হেরে যান তিনি। কোর্টে না থাকায় র‌্যাংকিংয়েও পতন হয়েছে তার, ১৬ নম্বরে নেমে গেছেন।

সর্বশেষ কোর্টে তিনি মুখোমুখি হন রজার ফেদেরারের সঙ্গে, চ্যারিটি ম্যাচে। সুইস তারকার কাছে হেরে যাওয়া মারে আগামী জানুয়ারিতে ব্রিসবেনে ফিরতে আশাবাদী। সেখানেই অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি নেবেন তিনটি গ্র্যান্ড স্লাম জয়ী। বিবিসি