ফেদেরারকে বিদায় করে ফাইনালে গফিন

ফেদেরারের অভিনন্দন পেলেন গফিনরজার ফেদেরারকে হতবাক করে দিলেন ডেভিড গফিন। ১৯টি গ্র্যান্ড স্লাম জয়ীর বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবার জিতে এটিপি ট্যুর ফাইনালসের ফাইনালে উঠলেন বেলজিয়ান সপ্তম বাছাই।

শনিবার সেমিফাইনালে সুইস তারকার মুখোমুখি হওয়ার আগে গফিন বলেছিলেন, ‘ভিন্ন কিছু করতে চাই, একেবারে ভিন্ন কিছু। যা আগে কখনও করতে পারিনি।’ সেটা সত্যিই করে দেখালেন তিনি। আগের ছয়বারের দেখায় হেরে যাওয়া গফিন সপ্তমবারের চেষ্টায় ফেদেরারকে হারালেন, এমনকি প্রথম সেট হেরে যাওয়ার পরও।

২-৬, ৬-৩, ৬-৪ গেমে জেতার পর গফিনের অবিশ্বাস্য অনুভূতি, ‘আমি বোঝাতে পারব না আমার অনুভূতি। আমার কোনও ভাষা নেই। অনেক খুশি লাগছে।’

রবিবারের ফাইনালে বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভের বিপক্ষে লড়বেন গফিন। আমেরিকান অষ্টম বাছাই জ্যাক সককে দ্বিতীয় সেমিফাইনালে ৪-৬, ৬-০, ৬-৩ গেমে মৌসুমের শেষ প্রতিযোগিতার ফাইনালে দিমিত্রভ। শিরোপার লড়াইয়ে ফেভারিট এই ষষ্ঠ বাছাই। গত বুধবার গ্রুপ পর্বে বেলজিয়ান প্রতিদ্বন্দ্বীকে ৬-০, ৬-২ গেমে উড়িয়ে দেন দিমিত্রভ।

প্রথম দেখায় জয়ের আত্মতৃপ্তিতে ভুগছেন না বুলগেরিয়ান, ‘এটা আলাদা এক ম্যাচ। আমি শুধু খেলতে চাই। মৌসুমের শেষ ম্যাচ এটা। আমরা ভালো কিছু্ ‍উপহার দিতে চাই।’ বিবিসি