‘মা’ সেরেনার প্রথম জয়

সেরেনা উইলিয়ামসমা হওয়ার পর প্রথম কোর্টে নামলেন সেরেনা উইলিয়ামস। মাঝে অনেকটা সময় টেনিস থেকে বাইরে থাকলেও তার কোনও ছাপ খুঁজে পাওয়া যায়নি পারফরম্যান্সে। প্রথমবার কোর্টে নেমেই ‘মা’ সেরেনার বাজিমাত।

জয় দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন সেরেনা। বৃহস্পতিবার ইন্ডিয়াস ওয়েলস দিয়ে এক বছরের বেশি সময় পর কোর্টে নেমে পেয়েছেন জয়, কাজাখস্তানের জারিনা দিয়াসকে হারিয়েছেন ৭-৫, ৬-৩ গেমে। ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর এই টুর্নামেন্ট দিয়েই প্রথমবার মাঠে নেমেছেন আমেরিকান টেনিস তারকা।

সব মিলিয়ে ৪০৪ দিন পর কোর্টে ফিরেছেন তিনি। যার মাঝে গত সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন সেরেনা। মা হওয়ার পর প্রতিদ্বন্দ্বিতামূলক টেনিসে ফেরার প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করেন। ইন্ডিয়ানস ওয়েলস দিয়ে যা শুরু করলেন। কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জিততে সময় নিয়েছেন তিনি ৯২ মিনিট। দারুণ এই জয়ের পর নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন সেরেনা এভাবে, ‘কিছুটা মরিচা ধরে গেছে, তবে এখানে ফিরতে পারাটা দারুণ ব্যাপার।’ মার্কা