জুনিয়র টেনিসে ভারত-চীনের সাফল্য

বালিকা এককে চীনের খেলোয়াড়ওয়ালটন ৩২তম জাতীয় জুনিয়র প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে ভারত ও চীনের খেলোয়াড়রা।

রমনা টেনিস কমপ্লেক্সে ছেলেদের এককে ভারতের কুশান শাহ ৬-৪, ৭-৫ গেমে স্বদেশী আরিয়ান জাবেরীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর মেয়েদের এককের ফাইনালে চীনের জো জিয়াওইয়ান ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছে স্বদেশী সান ইফানকে।

ছেলেদের দ্বৈতের খেলায় ভারতের তেজভি মেহরা ও ইশান শেঠি জুটি ৬-৪, ৬-০ গেমে স্বদেশী উদয়ভীর সিং ও ধ্রুব তানগিরিকে এবং বালিকা দ্বৈতে চীনে সান ইফান ও জো জিয়াওইয়ান জুটি ৬-৩, ৬-২ গেমে  স্বদেশী জিজাং জিয়ং ও ইউজিয়া মা জুটিকে হারিয়ে নিশ্চিত করেছে শিরোপা।

এবারের প্রতিযোগিতায় বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈতের ৪টি ইভেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের ৪১ বালক ও ৩৪ বালিকা অংশগ্রহণ করে।