এশিয়ান ডেভেলপমেন্ট টেনিসে বাংলাদেশের দারুণ সূচনা

ব্যাংককে প্রথম দিনে ছিল লাল-সবুজ পতাকার জয়জয়কারসোমবার থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ টেনিসের ডিভিশন-২ প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে বালক-বালিকা দুই বিভাগেই জয় পেয়েছে বাংলাদেশ।

বালক এককে মাহাদী হোসেন আলভী ৬-১, ৬-২ গেমে নেপালের চিরাগ তিমিলসেনাকে, জুবায়েদ উৎস ৬-০ ও ৬-৩ গেমে ভুটানের তবদেন শেরিংকে এবং রুমান হোসেন ৬-১, ৬-১ গেমে মঙ্গোলিয়ার আনদ্রাখ জিউরেভদর্জকে হারিয়েছে।

বালিকা এককেও লাল-সবুজ পতাকার জয়জয়কার। মাসফিয়া আফরিন ৬-১, ৬-১ গেমে কম্বোডিয়ার রিকমি লাওকে, সুবর্ণা খাতুন ৬-৩ ও ৬-৪ গেমে ম্যাকাওর জিং ইং চংকে এবং সাদিয়া আফরিন ৬-০, ৬-০ গেমে হারিয়েছে তাজিকিস্তানের মদিনা জাফারিকে।