এশিয়ান ডেভেলপমেন্ট টেনিসে আরেকটি সফল দিন

Tennisথাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস ডিভিশন-২ প্রতিযোগিতায় দ্বিতীয় দিনেও সাফল্য পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার বালক এককের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশের মাহাদী হোসেন আলভী, জুবায়েদ উৎস এবং রুমান হোসেন।  

দ্বিতীয় রাউন্ডে আলভী ৬-২, ৬-১ গেমে কাজাখস্তানের সুলতান ইউনুসভকে, উৎস ৬-৪, ৬-১ গেমে পাকিস্তানের হাসান আলীকে এবং রুমান ৭-৬, ৬-০ গেমে ইরানের আমিরালি ঘাভামকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।

বালক দ্বৈতেও বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত। আলভী-উৎস জুটি ৬-১, ৬-০ গেমে জিতেছে পাকিস্তানের হুজাইফা খান-হাসান আলী জুটির বিপক্ষে। আর রুমান পাকিস্তানের হামিদ ইসরার গুলের সঙ্গে জুটি বেঁধে ৬-১, ৬-১ গেমে হারিয়েছে কাজাখস্তানের তামিলান বেকদাইদেভ-ইনসার কারিভকভ জুটিকে।

তবে বালিকা এককে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। বাংলাদেশের মাসফিয়া আফরিন এবং সুবর্ণা খাতুন হার মেনেছে প্রতিপক্ষের কাছে। আর বালিকা দ্বৈতে মাসফিয়া মঙ্গোলিয়ার এখরিলগুন বারবায়াকে সঙ্গে নিয়ে সুবর্ণা-সাদিয়া আফরিন জুটিকে হারিয়ে দিয়েছে।