এশিয়ান অনূর্ধ্ব-১২ টেনিসের সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশের সাদিয়া আফরিনের একটি শটএশিয়ান অনূর্ধ্ব-১২ টেনিসের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের বালক ও বালিকা দল। বুধবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক দল ভুটানকে হারিয়েছে ৩-০ ম্যাচে। আর বালিকা দল ২-১ ব্যবধানে নেপালের কাছে হারলেও গ্রুপ পর্যায়ে ১ পয়েন্ট পাওয়ায় দ্বিতীয় হয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল।

বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের সজিব হোসেন ৬-২, ৬-১ গেমে ভুটানের পেমা নামজিলকে এবং নাদিম মোল্লা ৬-১, ৬-১ গেমে ভুটানের উজের দর্জীকে হারায়, যাতে দ্বৈতের খেলা বাকি থাকতেই স্বাগতিকরা ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে।

দ্বৈতে নাদিম-সজিব জুটি ৬-০, ৬-২ গেমে উজের-তাশি নিমা জুটিকে হারালে ৩-০ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ বালক দল।

বালিকা এককের প্রথম খেলায় বাংলাদেশের প্রত্যাশা দাস ৪-৬, ১-৬ গেমে নেপালের প্রসামসা মুক্তার কাছে হেরে যায়। তবে দ্বিতীয় এককে বাংলাদেশের সাদিয়া আফরিন ৬-৭, ৬-১, ৬-১ গেমে নেপালের ইভা অধিকারীকে হারিয়ে ১-১ সমতা আনে ম্যাচে।

দ্বৈতের খেলায় সাদিয়া-প্রত্যাশা দাস জুটি ৪-৬, ৬-৭ গেমে নেপালের ইভা-মুক্তার কাছে হারলে বাংলাদেশ ২-১ ম্যাচে হেরে যায় নেপালের কাছে। তবে দুটি খেলায় ১ পয়েন্ট পেয়ে বাংলাদেশ বালিকা দল উঠে যায় সেমিফাইনালে।