উড়ছেন জোকোভিচ, স্বপ্নভঙ্গ সেরেনার

তৃতীয় রাউন্ড থেকে খেলছেন চোট নিয়ে। তবে প্রিয় কোর্ট আর অভিজ্ঞতার মিশেলে সব বাধা পেরিয়ে যাচ্ছেন নোভাক জোকোভিচ। তবে সেমিফাইনালের লড়াইয়ে যেন একটু বেশিই ঝাঁজ ছিল তার র‍্যাকেটে। তাই অস্ট্রেলিয়ান ওপেনের শুরুর ম্যাচের পর প্রথমবার জয় পেলেন কোনও সেট টাইব্রেকারে না গিয়ে। জোকোভিচ উড়লেও মেয়েদের এককে থেমে গেছে সেরেনা উইলিয়ামসের পথচলা। সেমিফাইনালে তিনি হেরে গেছেন জাপানের নাওমি ওসাকার কাছে।

ছেলেদের এককে সরাসরি সেটে অস্ট্রেলিয়ান ওপেনের ফানালে উঠেছেন জোকোভিচ। বর্তমান টেনিসের এক নম্বর তারকা থামিয়ে দিয়েছেন বিস্ময় ছড়ানো আসলান কারাৎসেভের পথচলা। টেনি ইতিহাসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথমবার গ্র্যান্ড স্লামে নেমেই সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন ২৭ বছর বয়সী রাশিয়ান। তার দুর্দান্ত পথচলা থামিয়ে জোকোভিচ ফাইনাল নিশ্চিত করেছেন ৬-৩, ৬-৪, ৬-২ গেমে জিতে।

অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। এবার ফাইনালে ওঠে তার সামনে হ্যাটট্রিক শিরোপা জেতার হাতছানি। এর আগেও অবশ্য মেলবোর্নে হ্যাটট্রিক শিরোপার সুখস্মৃতি আছে তার, ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত টানা তিন বছর অস্ট্রেলিয়ান ওপেনের রাজত্ব ছিল ৩৩ বছর বয়সী সার্বিয়ানের দখলে।

রবিবারের ফাইনালে জোকোভিচ খেলবেন স্তেফানো সিসিপাস ও দানিল মেদভেদেভের দ্বিতীয় সেমিফাইনাল জয়ীর বিপক্ষে।

সেরেনাএদিকে মেয়েদের এককে আরেকবার স্বপ্নভঙ্গ সেরেনার। মর্গারেট কোর্টের রেকর্ড ২৪ শিরোপা এবারও ছোঁয়া হলো না তার। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেই তাকে আটকে দিয়েছেন ওসাকা। আমেরিকান তারকা হেরেছেন সরাসরি ৬-৩, ৬-৪ সেটে। ২০১৭ সালে এই অস্ট্রেলিয়ান ওপেনেই শেষবার গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা। তখন থেকে তার মর্গারেটকে ছোঁয়ার অপেক্ষা।

শনিবার মেয়েদের এককের শিরোপা জেতার মঞ্চে ওসাকা লড়বেন জেনিফার ব্রাডির সঙ্গে।