উইম্বলডন জিতলেন অস্ট্রেলিয়ার বার্টি

উইম্বলডনের ফাইনালে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছিলেন কারোলিনা প্লিসকোভা ও অ্যাশলে বার্টি। তাই মঞ্চটা স্মরণীয় করে রাখার ক্ষেত্র ছিল দুজনেরই। সেখানে শেষ হাসিটা হাসলেন অস্ট্রেলিয়ান বার্টি!

প্রথম সেট জিতে এগিয়ে ছিলেন অজি তারকা। কিন্তু দ্বিতীয় সেটে টাইব্রেকারে জিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন প্লিসকোভা। তবে শেষ সেটে আর পেরে উঠেননি চেক রিপাবলিকের এই খেলোয়াড়। বার্টি জিতে যান ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩ গেমে।

এ নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন বার্টি। ২০১৯ সালে ফরাসি ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যামটি ঘরে তুলেছিলেন।

এর সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে আরও একটি কীর্তিও গড়া হয়েছে বার্টির। ৪১ বছরে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে উইম্বলডন এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সাবেক অজি তারকা ইভন গুলাগং জিতেছিলেন দুটি উইম্বলডন। এরমধ্যে সবশেষটি জিতেছেন ১৯৮০ সালে।

‌র‌্যাঙ্কিংয়ে মেয়েদের মধ্যে শীর্ষে থাকা বার্টি ফাইনাল জিতে তাই ভীষণ উচ্ছ্বসিত, ‘এটা আসলে অবিশ্বাস্য, অভিনন্দন সবাইকে। কারোলিনার কাছে পরীক্ষা দিতে ভালোবাসি। আমি নিশ্চিত যে সামনের দিকে আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। এছাড়া সবাইকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে যারা আমার স্বপ্নকে সত্যি করতে সহায়তা করেছেন।