কিরগিওজের বিরুদ্ধে মানহানির মামলা করছেন এক দর্শক!

টেনিসের ‘ব্যাডবয়’ এর তালিকা করলে সেখানে নিক কিরগিওজের নামটা সব সময়ই আসে। অস্ট্রেলিয়ান এই টেনিস তারকার নাম আবারও জড়ালো বিতর্কিত এক ঘটনায়।

ঘটনাটা খুব বেশি দিন আগের নয়। গত জুলাইয়ে উইম্বলডন ফাইনালে জোকোভিচের মুখোমুখি হয়েছিলেন। ওই ম্যাচে হঠাৎ অ্যানা নামের এক দর্শকের বিরুদ্ধে অভিযোগ করে বসেন কিরগিওজ। তার অভিযোগের মূল কথা ছিল, সার্ভ করার সময় নাকি বার বার মনোযোগ নষ্ট করছিলেন অ্যানা। চেয়ার আম্পায়ারকে আবার কিছু বলতেও শোনা যায় তার সম্পর্কে। এই ঘটনায় অ্যানাকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে অবশ্য সেন্টার কোর্টে ফিরে আসার অনুমতি পান তিনি।

ওই ঘটনায় অ্যানা প্যালুস দাবি করেছেন, কিরগিওজ পুরোপুরি ভিত্তিহীন ও বেপরোয়াভাবে অভিযোগটি করেছেন। সবচেয়ে বড় যে বিষয়টিতে তিনি আঘাতপাপ্ত হয়েছেন বলে দাবি করেছেন, সেটা হলো চেয়ার আম্পায়ারের কাছে করা কিরগিওজের আপত্তিজনক একটি মন্তব্য। অস্ট্রেলিয়ান তারকা তখন ওই নারী দর্শককে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘দেখে মনে হচ্ছে ওই দর্শক ৭০০ পেগ ড্রিংক করে এখানে এসেছে।’ যা টিভিতে সম্প্রচারিত হয়েছে। ঠিক এই জায়গাটিতেই তার এবং পরিবারের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই দর্শক। পাশাপাশি সেটি মানসিক যন্ত্রণারও কারণ হয়ে দাঁড়িয়েছে।

এমন মানসিক অবস্থায় ওই দর্শক বলেছেন, তার বিরুদ্ধে আনা অপবাদটি মুছে ফেলতেই মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। মামলা করার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ‘ন্যায়বিচার প্রাপ্তির প্রয়োজনীয়তা এবং এই ধরনের অভিযোগের পুনরাবৃত্তি রোধ করতেই’ আইনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন।    

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেছেন, ক্ষতি পূরণ আদায় হলে সেটি আবার দাতব্য সংস্থায় দান করে দেবেন।