বোলারদের ক্লান্তিকে আমলে নিচ্ছেন না বাংলাদেশের কোচ

 

চন্ডিকা হাথুরুসিংহেওয়েলিংটন টেস্টে দুই ইনিংসে বাংলাদেশের বোলাররা ১৮৮ ওভার বল করেছে। এত লম্বা সময় বল করে বোলিং বিভাগ ক্লান্ত-বিধবস্ত। তাদের হাঁটাচলাতেই এর প্রমাণ পাওয়া যাচ্ছিল। এরপর আবার ওয়েলিংটন টেস্টের পরাজয় সবাইকে মুষড়ে ফেলেছে। এমন একটি দল কী করে ক্রাইস্টচার্চ টেস্টে শক্তিশালী স্বাগতিক দলের বিপক্ষে স্বাভাবিক খেলা খেলবে?

বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য এসবকে অফিসিয়ালি আমলে নিতে চাননি। বুধবার তিনি সাংবাদিকদের বলেছেন প্রথম টেস্টের অভিজ্ঞতায় তার ছেলেরা ক্রাইস্টচার্চ টেস্টে আরও ভালো খেলবে।  

বোলারদের প্রশংসা করে কোচ বলেছেন, ‘১৪৮ ওভারেরও বেশি সময় ধরে বোলাররা অনেক ভালো বল করেছে। তারা অনেক সুযোগ তৈরি করেছিল।’

এত লম্বা সময় ধরে বল করে বোলাররা কি ক্লান্ত? কোচ এটা মানলেন না, ‘এটাই তাদের কাজ। এরজন্যেই তাদেরকে তৈরি করা হয়েছে।’ কামরুল ইসলাম রাব্বীর ভূয়সী প্রশংসা করে কোচ বলেন, ‘সে অনেক ভালো বল করেছে। চট্টগ্রাম টেস্টের আগে স্কোয়াডে তাসকিনকে না রাখার কারণ  সম্পর্কে কোচ তখন বলেছিলেন তিনি মেধাবী তাসকিনের ক্যারিয়ার ধবংসের দায়িত্ব নিতে পারেন না। বুধবার ক্রাইস্টচার্চেও প্রশ্নটি এসেছিল। হেড মাস্টার কোচ এ প্রশ্নে কিছুটা উষ্মা প্রকাশ করে বলেন, ‘আমার বক্তব্যের আংশিক উল্লেখ করা হয়েছে।’ কোচ বলেন, ‘তাসকিনকে অনেক দিন ধরেই টেস্ট ক্রিকেটের জন্যে তৈরি করা হচ্ছিল।’

/এফএইচএম/