উইকেটের ধরন নিয়ে নির্ভাবনায় তামিম

তামিম ইকবালক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের উইকেট ওয়েলিংটনের বেসিন রিজার্ভের চেয়ে আরও সবুজ ঘাসের এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্যে আরও বিপদজ্জনক হতে পারে। এনিয়ে বৃহস্পতিবার তামিম ইকবালকে মূল্যায়ন করতে বলা হলে তিনি বলেন, ‘টেস্ট ম্যাচের উইকেট যে কোনও দেশে একটু ভিন্ন হয়। যে ধরনের উইকেট হোক না কেন আমাদের সেটার হিসাব মাথায় রেখে খেলতে হবে। উইকেট যদি কঠিন হয় তাহলে তা আমাদের জন্যেও কঠিন, আবার তাদের (কিউই) জন্যেও কঠিন হবে।’

উইকেটের ধরন নিয়ে নির্ভাবনায় তামিম, ‘উইকেট কী হলো না হলো সেটা নিয়ে আমরা প্রথমেই ভাবতে রাজি না। আমি ক্রাইস্টচার্চের উকেটের সঙ্গে খুব বেশি পরিচিত না। এখানে আমি মাত্র একটি ওয়ানডে খেলেছি।  উইকেট যাই হোক না কেন আমরা সেভাবেই খেলব। ভালো ক্রিকেট খেলা আমাদের টার্গেট।’

নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ মোকাবিলায় বাংলাদেশ দলের বিশেষ কোনও পরিকল্পনা আছে কিনা জানতে চান এক কিউই সাংবাদিক। বাংলাদেশের ভারপ্রাপ্ত কাপ্তান এর জবাবে বলেন, ‘তাদের পরিকল্পনা তাদের, আমাদের পরিকল্পনা আমাদের। তারা যদি ওয়েলিংটন টেস্টের মতোই বল করে আমাদের জন্যে তা মোকাবিলা করা সহজ হবে। আর তারা যদি ভিন্ন পরিকল্পনা সাজায়, তাদের মোকাবিলায় আমাদেরও ভিন্ন পরিকল্পনা থাকবে। বিশেষ ব্যাটসম্যানের জন্যে আমাদের থাকবে বিশেষ পরিকল্পনা।’

/এফএইচএম/