৭ টেস্ট পর সাদা পোষাকে রুবেল

রুবেল হোসেনওয়েলিংটন টেস্টে স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না রুবেল হোসেন। অবশেষে ৭ টেস্ট পর সাদা পোষাকে ক্রাইস্টচার্চ টেস্টে ফিরলেন এ পেসার। শেষ টেস্টে শুভাশীষ রায়কে বসিয়ে অভিজ্ঞ এই পেসারকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

২০১৫ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে মাঠে নেমেছিলেন তিনি। এরপর বাংলাদেশ আরও ৭টি টেস্ট খেললেও সুযোগ হয়নি রুবেলের।

অবশ্য রুবেলের টেস্ট ক্যারিয়ার খুব একটা ভালো নয়। ২৪ টেস্ট খেলে ৭৫.৯০ গড়ে মাত্র ৩২ উইকেট শিকার করেছেন তিনি। মাঝে অবশ্য বাজে ফর্ম ও ইনজুরির কারণে ছন্দে ছিলেন না তিনি। যার কারণে নিউজিল্যান্ডগামী দলেও ছিলেন না রুবেল। শহীদের ইনজুরিই মূলত ভাগ্য খুলে দেয় এই পেসারের।

কিউইদের বিপক্ষে ওয়ানডে সংস্করণে খেলা না হলেও সবগুলো টি-টোয়েন্টি ম্যাচই খেলেছেন রুবেল। যেখানে দারুণ পারফরম্যান্স করে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন। যার কারণে ওয়েলিংটনে না ফিরলেও ক্রাইস্টচার্চে ঠিকই সাদা পোষাকে ফিরলেন অভিজ্ঞ এই পেসার।

/আরআই/এফএইচএম/