ম্যাচটা প্রথম মনে হয়নি মিরাজের

254089জাতীয় দলের হয়ে রঙিন পোশাকে শনিবার প্রথমবারের মতো ২২ গজে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। টেস্টের মতো ওয়ানডেতে নিজের প্রথম ম্যাচে জাত চিনিয়েছেন তিনি। অভিষেক ম্যাচে এতোটাই সাবলীল ছিলেন যে কখনোই মনে হয়নি মিরাজ প্রথম ম্যাচ খেলছে। ঠিক এমনটাই শনিবার ম্যাচ শেষে তামিম ইকবাল বলেছিলেন।

মিরাজ অবশ্য এতোটা সাবলীল থাকার রহস্য জানালেন ভিন্নভাবে। দলের সিনিয়র খেলোয়াড়দের সহযোগিতার কারণেই তিনি কোনও চাপ অনুভব করেননি, ‘আমি সিনিয়দের ধন্যবাদ দিব। তাদেরকে সব কৃতিত্ব দিব। তারা আমাকে খুব সাপোর্ট দিয়েছেন। একটু নার্ভাস ছিলাম। কিন্তু সিনিয়ররা আমাকে অনেক সমর্থন দিয়েছেন। মুশফিক ভাই, তামিম ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাই ও মাশরাফি ভাই আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। ফলে অভিষেকের কথা ভুলে গেছি। মনেই হয়নি আমি প্রথম খেলছি।’

টেস্টের অভিষেক ম্যাচে ৭ উইকেট নিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন মিরাজ। ওয়ানডে ঠিক তেমনই করেছেন। গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে লঙ্কান ব্যাটসম্যানদের কোনও সুযোগই দেননি তিনি। এমন অভিষেকের পর সত্যিই রোমাঞ্চিত মিরাজ, ‘আসলে খুব ভালো লাগছে। কারণ আমার অনেক ইচ্ছে ছিল ওয়ানডে খেলার। টেস্ট অভিষেকের পরই ওয়ানডের কথা চিন্তা করছিলাম। আল্লাহর রহমতে অভিষেক হয়ে গেল। বোর্ড সভাপতি যখন আমাকে বললেন, শ্রীলঙ্কা যেতে হবে ওয়ানডে খেলতে, তখনই চিন্তা করেছিলাম ওয়ানডে দলে সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব।’

/আরআই/এফএইচএম/