প্রচণ্ড চাপে সিম নিবন্ধনে সমস্যা হচ্ছে: তারানা হালিম

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমগ্রাহকদের প্রচণ্ড ভিড় ও চাপের কারণে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে সমস্যা হচ্ছে। ব্যান্ডউইথ জনিত কারণে এমন সমস্যা হতে পারে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, গতকাল এমন সমস্যা হয়েছিল। আমি এনআইডি ডাটাবেজে খবর নিয়েছি, সেখানে কোনও সমস্যা নেই। মোবাইল অপারেটরদেরও কোনও সমস্যা নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিম নিবন্ধনের সময় বাড়বে কিনা সিদ্ধান্ত বিকালে জানানো হবে। মাথায় অনেকগুলো বিকল্প আছে।
শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত দ্য প্রসপেক্ট অব টাওয়ার কো বিজনেস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, গত ১৬ ডিসেম্বর শুরু হওয়া এই কাজে এখন পর্যন্ত ৮ কোটির বেশি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে মোট মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ৮ লাখ।

/এইচএএইচ /এএইচ/