ডেস্কটপে হোয়াটসঅ্যাপ

ডেস্কটপে হোয়াটসঅ্যাপ

ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ডেস্কটপে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

যেবে কম্পিউটারে উইন্ডোজ-৮ কিংবা এর পরের ভার্সন ব্যবহার করা হয় সেগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। অন্যদিকে ম্যাক অপারেটিং সিস্টেমের ১০ দশমিক ৯ কিংবা এর পরের ভার্সনগুলো ব্যবহারকারীরাও হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা মোবাইলে যেভাবে অ্যাপটি ব্যবহার করেন, কম্পিউটারেও অনেকটা সেভাবেই ব্যবহার করতে পারবেন। এছাড়া কম্পিউটারে এই অ্যাপটি আরও সুসংহত। ফলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও বেশি উপভোগ্য হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।

যেহেতু এখন থেকে অ্যাপটি কম্পিউটারে ব্যবহার করা যাবে তাই ডেস্কটপ নোটিফিকেশন, কি-বোর্ড শর্টকার্ট এবং অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে পর্যায়ক্রমে।

ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য ব্যবহারকারীকে তাদের ব্রাউজার থেকে https://www.whatsapp.com/download লিংকে প্রবেশ করে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর প্রয়োজনীয় কাজ শেষ করে ব্যবহার শুরু করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

আরও পড়তে পারেন:  ডিজিটাল ক্যামেরার দাম ৫ লাখ টাকা, নেই ডিসপ্লে!