অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এক হাতে টাইপ

এক হাতেই টাইপ

স্মার্টফোনের স্ক্রিনের আকার দিন দিন বড় হচ্ছে। যার কারণে এক হাত দিয়ে নিজের ফোন ধরে রাখা এখন কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। এজন্য গুগলের সর্বশেষ হালনাগাদ করা কি-বোর্ড এ ক্ষেত্রে এক হাত দিয়েই লেখার একটি সুযোগ রেখেছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এ তথ্য।

গুগল তাদের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য অফিসিয়াল কি-বোর্ডের পঞ্চম সংস্করণ উন্মোচন করছে। তবে সাধারণ কি-বোর্ড লেআউট আগের মতোই থাকছে। নতুন কি-বোর্ডের সংস্করণ গুগল প্লে-স্টোরের মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডাউনলোড করে নেওয়া যাবে।

হালনাগাদ হওয়ার পর এক হাতে টাইপ করার মোডে যেতে চাইলে প্রথমে কি-বোর্ডে গিয়ে কমা কি চেপে ধরতে হবে। চেপে ধরার পর এক হাতের ছবিসহ একটি আইকন দেখাবে। এখানে ক্লিক করলেই পুরো কি-বোর্ড একটু সংকুচিত হয়ে একপাশে সরে আসবে। বাম হাতে কিংবা ডান হাতে লেখার জন্য ব্যবহারকারী পছন্দমতো কি-বোর্ড যেকোনও একপাশে নিতে পারবেন। এক হাতে লেখার এ ক্ষেত্রে গুগলের এই কি-বোর্ড উপযোগী হলেও তা মাইক্রোসফট ওয়ার্ড ফ্লোর মতো ব্যবহারবান্ধব নয়।

গুগলের নতুন কি-বোর্ডে এক হাতে টাইপ করার সুবিধা ছাড়াও সংযুক্ত হয়েছে আরও কিছু সুবিধা। কি-বোর্ডের উচ্চতা পছন্দসই ঠিক করে নেওয়ার কন্ট্রোল সুবিধা থাকছে এখানে। অন্যদিকে ইমো ও সংখ্যা ব্যবহার আরও বেশি সহজে করা যাবে নতুন এই কি-বোর্ডে।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন:  ডেস্কটপে হোয়াটসঅ্যাপ