কোনও অপারেটরকে বাড়তি সুবিধা নয়: তারানা হালিম





তারানা হালিমকোনও অপারেটরকে বাড়তি সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, আমরা কোনও অপারেটরকে বাড়তি সুবিধা দিতে চাই না। এক বছরের মধ্যে আমরা টেলিটককে প্রতিযোগিতামূলক বাজারে নিয়ে আসব। টেলিটকের বিনিয়োগ কম বলে অপারেটরটিকে প্রতিযোগিতামূলক বাজারে আসার উপযোগী করে তোলা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে বিকাশের মাধ্যমে টেলিটকে রিচার্জ ব্যবস্থা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারানা হালিম বলেন, এই সুবিধাটা এতদিন ছিল না। এখন থেকে টেলিটক ব্যবহারকারীরা বিকাশের মাধ্যমে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন।
অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদসহ বিকাশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এইচএএইচ/এমএনএইচ/