কিবোর্ডের সাহায্যে ফেসবুক ব্যবহার করবেন?

 

ফেসবুককম্পিউটারে যেকোনও কাজ দ্রুত করতে হলে কিবোর্ডের কোনও বিকল্প নেই। যন্ত্রটির সাহায্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য।
আমরা অনেকে কম্পিউটার দিয়ে নিয়মিত ফেসবুক ব্যবহার করি। ফেসবুকে বিভিন্ন কাজ করতে মাউস ব্যবহার করা হয়ে থাকে। তবে মাউস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় ক্ষেত্রটির ব্যবহার অনেক সময়সাপেক্ষ। তাই সময় বাঁচাতে কিবোর্ডের ব্যবহার শুরু করতে পারেন। এজন্য কিবোর্ড ব্যবহারের কৌশল জানতে হবে। আসুন জেনে নেই কিছু কৌশল:
নিউজফিডের ওপরে ও নিচে যাওয়ার জন্য কিবোর্ডের যথাক্রমে K এবং J বাটন ব্যবহার করতে হবে। কিবোর্ড ব্যবহার করে ওপরে কিংবা নিচে যাওয়ার সময় মার্ক হওয়া পোস্টে Enter চাপলেই পুরো পোস্ট দেখা যাবে।

ফেসবুকে নতুন কোনও পোস্ট করতে চাইলে কিবোর্ডে P চাপলেই হবে। আপনি নিউজফিডের যে জায়াগাতেই থাকুন না কেন, কিবোর্ডের P চাপলে সরাসরি নতুন পোস্ট অপশনে চলে যাবে।

কিবোর্ডের L বাটন দিয়ে যেকোনও পোস্ট লাইক বা আনলাইক করা যাবে। তবে এ কাজটি যদি আপনি আগে কখনও না করে থাকেন, তবে L চাপার পর একটি অপশন আসবে।  সেই অপশন নির্বাচন করার পর থেকে আপনি L দিয়েই লাইক-আনলাইকের কাজটি করতে পারবেন।

কিবোর্ডের J কিংবা K দিয়ে নিউজফিড দেখার সময় নির্বাচিত পোস্টে আপনি কিবোর্ডের সাহায্যে কমেন্ট বক্সেও যেতে পারবেন। সেজন্য আপনাকে C বাটন চাপতে হবে।

নির্বাচিত পোস্ট শেয়ার করতে S বাটন ব্যবহার করতে হবে। S বাটন প্রেস করার পর শেয়ারের কয়েকটি অপশন আসবে। সেখান থেকে যেকোনও একটি নির্বাচন করে Enter চাপলেই শেয়ার করতে পারবেন যেকোনও পোস্ট। এছাড়া ফেসবুকের যেকোনও নির্বাচিত ছবি বড় করে দেখতে O বাটন চাপতে হবে।

/এমএনএইচ/