গুগল প্লে’র শীর্ষে ডুয়ো

ডুয়ো

গুগলের ভিডিও কলিং অ্যাপ উন্মুক্ত করা হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চললো। ডুয়ো নামের এই অ্যাপটি অল্প কয়েকদিনেই গুগল প্লে-স্টোরের শীর্ষস্থান দখল করেছে। সম্প্রতি ডুয়ো কর্তৃপক্ষ এমনটিই জানিয়েছে।

এ সম্পর্কে অ্যাপটির ট্যাকনিক্যাল টিমের প্রধান জাস্টিন উবারটি এক টুইট বার্তায় বলেন, ডুয়ো বিনামূল্যের অ্যাপগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে। অ্যাপটিকে বিশ্বজুড়ে বিনামূল্যে ডাউনলোডের জন্য ছাড়া হয়েছে।

গুগলের পক্ষ থেকে বলা হয়, ডুয়ো অ্যাপ ব্যবহারকারীরা স্কাইপ, ভাইবার ব্যবহারকারীদের মতোই সুবিধা উপভোগ করতে পারবেন। এমনকি ক্ষেত্র বিশেষে এগুলোর চেয়ে আরও বেশি সুবিধা ভোগ করা যাবে ডুয়োতে।

কারণ গুগলের এই অ্যাপটির রয়েছে সম্পূর্ণ নতুন একটি ফিচার। ফিচারটির নাম নক নক। মজার এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারী আগেই জানতে পারবেন কে তাকে কল দিয়েছে। এটা কল রিসিভ করার আগেই কলারের ছোট একটি ভিডিও ব্যবহারকারীর কাছে পৌঁছে দেবে। ফলে ব্যবহারকারী কলটি রিসিভ করবেন নাকি করবেন না সে বিষয়ে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন।

উল্লেখ্য, এ বছরের মে মাসে গুগলের আই/ও সম্মেলনে ডুয়ো অ্যাপটির কথা প্রকাশ করা হয়। ১৬ আগস্ট গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস ও আইওএস প্ল্যাটফর্মে অ্যাপটি উন্মুক্ত করে গুগল।

সূত্র: সিনেট

/এইচএএইচ/

আরও পড়তে পারেন:  গ্রামীণফোনের নতুন নম্বর স্কিম ০১৩