‘অবৈধ ভিওআইপি করলে কাউকে কোনও ছাড় নয়’

VoIP-640ডাক ও টেলি যোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকসহ অন্য মোবাইল ফোন অপারেটর অথবা সংশ্লিষ্ট অন্য কেউ অবৈধ ভিওআইপিতে (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘সরকার এ বিষয়ে জিরো টলারেন্ট নীতি মেনে চলবে।’
শুক্রবার রাজধানীর রমনায় টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
ফয়জুর রহমান বলেন, ‘মোবাইল ফোনে সিম ব্যাবহার করে ভিওআইপি করলে এবং তা ধরা পরলে প্রতি সিমের বিপরীতে ৫০ ডলার করে জরিমানা কার্যকর রয়েছে। জরিমানা একটি চলমান প্রক্রিয়া।’
তিনি আরও বলেন, ‘তবে এতকিছু করেও অবৈধ ভিওআইপি কল পুরোপুরি বন্ধ করা যায়নি।’
এছাড়া সম্মেলনে মোবাইল ফোনে হুমকি, চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারে উদ্যোগ, অবৈধ ভিওআইপি বন্ধে অভিযান পরিচালনা এবং বায়োমেট্রিক সিম নিবন্ধনে উদ্ভুত এসব নিয়ে আলোচনা করা হয়। 

বিটিআরসি চেয়ারম্যার ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘বিটিআরসি সব অপারেটরকে নিরেপক্ষ ও সমান চোখে দেখে। কোনও অপারেটর অবৈধ কাজ করে এমন প্রমাণিত হলে জরিমানা করে আমরা সরকারকে জানাই। সরকার তখন এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এ ক্ষেত্রে টেলিটক অথবা অন্য কোনও অপারেটর বলে কোনও কথা নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওটিটি প্রযুক্তির মাধ্যমে তথা ভাইবার, হোয়াটসঅ্যাপ ও ইমোতে দেশ থেকে অনেক কল আসে এবং যায়। সেই সংখ্যা কতটা জানা না গেলেও এটুকু আমরা বুঝতে পারি এর মাধ্যমে বৈধ পথে আসা আন্তর্জাতিক কলের সংখ্যা কমেছে।’

আন্তর্জাতিক অবৈধ কল টারমিনেশন এবং সম্পর্কিত অন্যান্য ইস্যু বিষয়ক আজকের এই সংবাদ সম্মেলনে ডাক ও টেলি যোগাযোগ বিভাগ ও বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/এআর/