ভারতে আইফোন উৎপাদন করবে অ্যাপল

ভারতে আইফোন উৎপাদনের কথা ভাবছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটি বেঙ্গালুরে তাদের কারখানা স্থাপন করতে চায়। সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা যায়।

অ্যাপলের আইফোনগতকাল বুধবার অ্যাপলের বেশ কয়েকজন কর্মকর্তা বিষয়টি নিয়ে ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি মন্ত্রণালয়। তবে অ্যাপল কর্মকর্তারা জানায়, সরকারের সঙ্গে কারখানা স্থাপনের বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। এর বেশি কিছু বলা যাবে না।

আইফোন উৎপাদনের জন্য তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের সঙ্গে যৌথভাবে ভারতে কারখানা স্থাপন করবে অ্যাপল। মূলত দ্রুত বর্ধনশীল দক্ষিণ এশিয়ার বিশাল বাজার ধরতেই তারা এ পরিকল্পনা হাতে নিয়েছে।

/এমও/