মোবাইল ছাড়া কতক্ষণ থাকা যায়?

মোবাইল ছাড়া থাকা যায়!মোবাইলফোন ব্যবহার না করে আপনি কতক্ষণ থাকতে পারবেন –এমন প্রশ্নের জবাবে মনোবিজ্ঞানীরা বলছেন, মাত্র কয়েক মিনিট! ১৮-২৬ বছর বয়সী তরুণদের সঙ্গে কথা বলে মনোবিজ্ঞানীরা এমন তথ্য পেয়েছেন। মনোবিজ্ঞানীরা আরও বলেছেন, মোবাইলফোন থেকে আলাদা করে ফেললে বিষয়টি কয়েক মিনিটের মধ্যে আপনার মধ্যে চাপ তৈরি করবে, বিরক্তির উদ্রেক করবে। হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চালানো এক জরিপে এমন তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। সূত্র বিবিসি।



আরেকদল শিক্ষার্থীর ওপর চালানো জরিপে দেখা গেছে, তারাও মোবাইলফোন ব্যবহার করেছেন। ওইগুলো তাদের নিজেদের ফোন ছিল না। ফলে তাদের মুখে স্ট্রেসের চিহ্ন থাকলেও তা কম ছিল। কারণ হিসেবে বলা হচ্ছে, নিজের ফোন যেভাবে ব্যবহার হয়, অন্যের ফোন সেভাবে হবে না বা করা যাবে না। এটাই নিয়ম। ফলে অন্যের মোবাইল ব্যবহার করলে ঠিক সেইভাবে উদ্বেগ প্রকাশের ছবি পাওয়া যাবে না।
হাঙ্গেরির ইওটভোস লোরান্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এই গবেষণার ফল কম্পিউটার্স ইন হিউম্যান বিহেভিয়ার জার্নালে প্রকাশ করেছে।
/এইচএএইচ/