ইনস্টাগ্রামে অ্যালবাম সুবিধা

ইনস্টাগ্রামব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা যোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। এই সুবিধার আওতায় গ্রাহকরা এখন থেকে একসঙ্গে ১০টি ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন। মূলত বন্ধুদের সঙ্গে নিজের অনুভূতি আরও ভালোভাবে প্রকাশ করার সুযোগ দিতেই ফিচারটি যোগ করা হয়েছে। এই ফিচারটি অনেকটা অ্যালবামের মতো কাজ করবে। এতে যোগ করা ছবিগুলো একে একে দেখতে পারবেন অন্যরা।
নতুন এ ফিচার সম্পর্কে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানায়, এখন আর নির্দিষ্ট একটি ছবি বাছাই করতে হবে না। আপনার পছন্দের মুহূর্তের বেশ কয়েকটি ছবি বা ভিডিও একসঙ্গে শেয়ার করতে পারবেন। যা নিশ্চয়ই ইনস্টাগ্রামের মাসিক ৬০ কোটি ব্যবহারকারীকে সন্তুষ্ট করতে পারবে।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নিউজফিডে গেলেই ছবি পোস্ট করার একটি অপশন দেখতে পাবেন। যেখান থেকে একাধিক ছবি নির্বাচন করা যাবে। ব্যবহারকারীরা আলাদাভাবে ১০টি ছবি ও ভিডিও সম্পাদনা করতে পারবেন অথবা একটি ফিল্টার দিয়েও সবগুলো ছবি ও ভিডিও একসঙ্গে সম্পাদনা করা যাবে। এছাড়া ছবি ও ভিডিওগুলোর ক্রমবিন্যাস পরিবর্তন এবং বন্ধুদের আলাদাভাবে ট্যাগ করার সুযোগও থাকবে এতে।
বর্তমানে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু জায়গায় সুবিধাটি চালু করা হয়েছে। তবে শিগগিরই ফিচারটি বিশ্বে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: ম্যাশেবল ডট কম
/এইচএএইচ/