ন্যাশনাল ডেমো ডেতে দেওয়া হবে স্টার্টআপ অ্যাওয়ার্ড

সংবাদ সম্মেলনআগামী ২৫ মে দেশে প্রথমবারের মতো পালিত হবে ন্যাশনাল ডেমো ডে-২০১৭। ওই দিনই দেওয়া হবে ন্যাশনাল স্টার্টআপ অ্যাওয়ার্ড-২০১৭।
এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারের সফটওয়্যার টেকনোলজি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। আইসিটি বিভাগের উদ্যোক্তা বিশেষায়িত কর্মসূচি ‘স্টার্টআপ বাংলাদেশ ও উদ্যোক্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বেটার স্টোরিজ লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হবে ন্যাশনাল ডেমো ডে। সহযোগিতায় থাকবে জিপি অ্যাকসেলারেটর ও ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ভিসিপিইএবি)।
সংবাদ সম্মেলনের শুরুতেই সহযোগী প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। ১০টি উদ্যোগকে সন্মাননা জানানোর পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের পরিচয় করিয়ে দিতেই ২৫ মে ন্যাশনাল ডেমো ডের আয়োজন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের জ্যেষ্ঠ পরিচালক ও হেড অব ট্রান্সফরমেশন কাজী মাহবুব হাসান, ভিসিপিইএবি -এর সভাপতি শামীম আহসান, সাধারণ সম্পাদক শওকত হোসেন ও বেটার স্টোরিজ লিমিটেডের পরিচালক সেলিনা হোসেন এলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশে স্টার্টআপ সংস্কৃতি গড়ে তুলতে ফান্ডিং প্রয়োজন। আর এই স্টার্টআপ কালচারের পলিসি নিয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমরা তার নেতৃত্বেই আইসিটি শিল্পকে সামনে এগিয়ে নিচ্ছি। এ আয়োজন নতুন হলেও আমাদের সামনে এসব আয়োজনের অনেক উদাহরণ রয়েছে। ফলে আমাদের সামনে এগিয়ে যেতে ততটা বেগ পেতে হবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব উদ্যোক্তা এক বছরের বেশি সময় ধরে তথ্যপ্রযুক্তিতে ব্যবসা পরিচালনা করে আসছেন তারা স্টার্টআপ অ্যাওয়ার্ডে আবেদন করতে পারবেন। আবেদনের সময় অবশ্যই উদ্যোক্তাকে ব্যবসায়িক নিবন্ধনের কাগজ, এক বছরের আর্থিক লেনদেনের বিবরণী ও ব্যবসায়ের বিবরণের অনুলিপি সংযুক্তি হিসেবে দিতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ঘুরে আসতে হবে startupbangladesh.gov.bd/ndd এই ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১৪ মে।


/এইচএএইচ/