মাইক্রোসফটের ‘দুবাই’ ফন্ট

 

দুবাই ফন্টবিশ্বের প্রথম শহর হিসেবে নিজস্ব মাইক্রোসফট ফন্ট চালু করতে যাচ্ছে দুবাই। ইতিমধ্যে এর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কয়েকদিনের মধ্যে পুরো দুবাই শহরে এই ফন্ট দিয়ে সব অফিশিয়াল কার্যক্রম শুরু করবে তারা। এ নিয়ে দুবাইয়ের প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম একটি নির্দেশনা জারি করেছেন।
তাদের নিজেদের তৈরি করা এ ফন্ট দুবাই ফন্ট হিসেবে পরিচিতি পাবে। মূলত ল্যাটিন এবং আরবির সমন্বয়ে তৈরি করা হয়েছে ফন্টটি। মাইক্রোসফট অফিস-৩৬৫ দিয়ে বিশ্বব্যাপী এটা ব্যবহার করা যাবে। এ সম্পর্কে এক টুইট বার্তায় প্রিন্স মাকতুম বলেন, বিশ্ববাসীর কাছে দুবাই ফন্ট তুলে ধরতে পেরে আমি আনন্দিত।
পৃথিবীর অন্যতম বিলাসবহুল শহর দুবাই এতোদিন বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের জন্য সুপরিচিত ছিল। এবার থেকে তারা মাইক্রোসফটের নিজস্ব ফন্টের জন্য পরিচিতি পাবে।
সূত্র: এনগেজেট
/এইচএএইচ/