দেশে পৃথক সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন করা হবে: তারানা

বিশ্বটেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের শোভাযাত্রার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম

সাইবার জগতকে নিরাপদ রাখতে দেশে পৃথক সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন করে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার বিশ্বটেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সাইবার নিরাপত্তা নিয়ে দেশে বিভিন্ন সংস্থা কাজ করলেও সেসবের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এগুলোর মধ্যে সমন্বয় করা গেলে শৃঙ্খলা ফিরে আসবে।

তারানা হালিম আরও জানান, সাইবার সিকিউরিটি এজেন্সি গঠনের বিষয়টি নিয়ে গত দুই বছর ধরে কাজ হচ্ছে এবং আইন প্রণয়নের পর্যায়ে রয়েছে। আইন প্রণয়ন হলেই গঠন করা হবে সাইবার সিকিউরিটি এজেন্সি ওই এজেন্সি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকবে।

এর আগে সকালে এই শোভাযাত্রা উদ্বোধনের আগে ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা মন্তব্য করে এটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব দেশের তরুণদের প্রজন্মের হাতে তুলে দেন তিনি। পরে শোভাযাত্রাটি রাজধানীর রমনার আইইবি ভবনের সামনে থেকে শুরু হয়ে ঢাকার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, এবারের দিবসের প্রতিপাদ্য ‘বিগ ডাটা বিগ ইম্প্যাক্ট’।
/এইচএএইচ/এসটি/টিএন/