আপনার অ্যান্ড্রয়েড ফোন কতটা সুরক্ষিত

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য রিভ অ্যান্টি-ভাইরাসঅ্যান্ড্রয়েড মোবাইলফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশি বহুজাতিক সাইবার সিকিউরিটি পণ্য রিভ অ্যান্টিভাইরাস সম্প্রতি বাজারে এনেছে রিভ অ্যান্টিভাইরাস মোবাইল সিকিউরিটি।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত যেকোনও মোবাইলফোন বা ট্যাবে রিভ মোবাইল সিকিউরিটি ইনস্টল করা থাকলে যেকোনও ধরনের ভাইরাস, ম্যালওয়্যার বা অনলাইন থ্রেট থেকে সম্পূর্ণ সুরক্ষার পাশাপাশি ঘরে বসেই কাঙ্ক্ষিত ফোন ট্র্যাক করা যাবে। এজন্য মোবাইল কোম্পানি বা অন্য কোথাও যেতে হবে না। ঘরে বসে যেকোনও সাধারণ ফোন থেকে এসএমএস পাঠিয়ে বা ইন্টারনেটে সংযুক্ত হয়ে হারিয়ে যাওয়া ফোনের নিখুঁত অবস্থানসহ (কোথায় কোন বাড়িতে আছে) সাইলেন্ট বা ভাইব্রেশন মুডেও অ্যালার্ম বাজানো যাবে, ফোন লক করে দেওয়া বা ডাটা মুছে ফেলা যাবে।
গুগল প্লে স্টোর থেকে REVE Antivirus Mobile Security ইনস্টল করে ৩০ দিনের ট্রায়াল ব্যবহার করা যাবে। এরপর চাইলে অ্যাপ থেকেই এক বছরে লাইসেন্স কিনে নেওয়া যাবে। বিস্তারিত জানা যাবে www.reveantivirus.com এই ঠিকানায়।
/এইচএএইচ/