কবে আসবে গুগলের স্মার্টফোন পিক্সেল-২

পিক্সেল-২ হতে পারে এমনসম্প্রতি অনলাইনে গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল-২ নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া কথিত একটি লিংকে পিক্সেল-২ -এর একটি অস্পষ্ট ডিজাইনের ছবি প্রকাশ হয়েছে। ভিডিওতেও ছড়িয়েছে।

ছবি ও ভিডিওতে দাবি করা হয়েছে, গুগলের পিক্সেল-২ স্মার্টফোন হবে পাতলা ও মসৃণ। ধারণা করা হচ্ছে নতুন স্মার্টফোনগুলোতে গুগলের আগেরগুলোর তুলনায় আরও মসৃণ হবে এবং এর বাইরের আবরণে ধাতু এবং কাচের মিশ্রণ থাকবে।
ভিডিওটিতে দাবি করা হয়, এতে ৫.৭ ইঞ্চি পর্দার একটি কিউএইচডি ডিসপ্লে থাকবে। ডিভাইসগুলোতে গুগলের লোগোসহ একটি ডুয়াল ক্যামেরা এবং একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ১২ এমপি ডুয়াল ক্যামেরাগুলোকে এলইডি ফ্ল্যাশের সঙ্গে লম্বালম্বি অবস্থায় যুক্ত করা হয়েছে।
গুগল অবশ্য নিশ্চিত করেছে, তাদের পিক্সেল এবং পিক্সেল এক্সএল স্মার্টফোনের পরবর্তী সংস্করণ আগামী বছর অবমুক্ত করা হবে। এই বছরের শুরুতে এমডব্লিউসি-২০১৭ -এ কোম্পানিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক ওসটারলো খবরটি নিশ্চিত করেন।
সূত্র: গেজেটস নাউ
/এইচএএএইচ/