ফোনের চেয়েও পাতলা চার্জার

চার্জারবর্তমানে মোবাইলফোন তথা স্মার্টফোন ব্যবহারকারীরা দুঃশ্চিন্তায় থাকেন ফোনে চার্জ থাকা নিয়ে। বিশেষ করে যখন বাসার বাইরে অবস্থান করেন। এজন্যই অনেকেই এখন বাসা থেকে বের হওয়ার সময় একটি চার্জার সঙ্গে নিয়ে বের হন বা নিদেন পক্ষে পাওয়ার ব্যাংক সঙ্গে রাখেন।


তবে এখন স্মার্টফোন ব্যবহারকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। কারণ মোবিগো নামের পোর্টেবল মোবাইল ব্যাটারি নির্মাণকারী একটি কোম্পানি সম্প্রতি এমন একটি পোর্টেবল চার্জার তৈরি করেছে যা কিনা মানিব্যাগে বহন করা যায়। ক্যাডো নামের এই মোবাইল চার্জারটি এতোই পাতলা যে এটি মানিব্যাগ বা পার্সে তিনটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ জায়গা দখল করবে। বস্তুত এটি একটি মোবাইল ফোনের চেয়েও পাতলা। এটি ০.২ ইঞ্চি (৭ মিমি) পুরু। কোম্পানিটির দাবি, এটিই বিশ্বের সবচেয়ে পাতলা চার্জার।
চার্জারটিতে ইউএসবি-সি ও মাইক্রো ইউএসবি ক্যাবল-উভয়ই ব্যবহার করা যাবে। তবে এতে তার যুক্ত থাকলেও তা বহনকারীকে কোনও ঝামেলায় ফেলবে না। বহন করার সময় তারটি সহজে চার্জারের ভেতর ঢুকিয়ে রাখা যাবে।
চার্জারটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জন্য আলাদা দুটি সংস্করণে তৈরি করা হয়েছে। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে তৈরি এই চার্জারটির দাম ৩৯ ডলার। তবে একটি ফোন ক্লিপসহ পুরো প্যাকেজ কিনতে লাগবে ৪৪ ডলার। আগামী ডিসেম্বর নাগাদ এই চার্জারটি তারা অবমুক্ত করতে পারবে।
সূত্র: দ্য ভার্জ
/এইচএএইচ/