অনলাইনে প্রশিক্ষণ চালু করলো ক্রিয়েটিভ ই-স্কুল

স্কুল কর্তৃপক্ষআন্তর্জাতিক অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্মের সহযোগিতায় ক্রিয়েটিভ ই-স্কুল নামে অনলাইন প্রশিক্ষণের কার্যক্রম শুরু করলো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক শম্পা পারভীন, পরিচালক অপারেশনস জেমস পল সরকারসহ আরও অনেকে।

অনুষ্ঠানে মো. মনির হোসেন বলেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট প্রায় ১০ বছর ধরে আইটি প্রফেশনাল গড়ে তুলতে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি প্রশিক্ষণার্থীর ক্যারিয়ারে সাফল্য এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে ঢাকার বাইরে ও প্রবাসীদের থেকে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালুর অনুরোধ পাচ্ছিলাম। তারই প্রেক্ষাপটে ক্রিয়েটিভ-ই-স্কুলের অনলাইন কার্যক্রম শুরু করছি। এখন থেকে গৃহিণী, চাকরিজীবী, শিক্ষার্থী, ঢাকার বাইরের বা প্রবাসের যে কেউ সহজেই এই অনলাইন স্কুলে প্রশিক্ষণ নিতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, ক্রিয়েটিভ ই-স্কুলের অনলাইন প্রশিক্ষণে ১০০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ স্কলারশিপ দেবে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। অনলাইন প্রশিক্ষণে আগ্রহীদের ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করা যাবে goo.gl/2dneZj এই ঠিকানায়। সেখান থেকে বাছাই করে ১০০ জনকে বিনামূল্যে ক্রিয়েটিভ ই-স্কুলে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
/এইচএএইচ/