মেলায় নতুন নতুন স্মার্টফোন

মেলার একটি দৃশ্য
সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে স্মার্টফোন ও ট্যাব মেলা। ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান এ মেলায় শুক্রবার ঘুরতে এসেছিলেন নারায়ণগঞ্জের রাজীব। তিনি মেলায় এসেছিলেন একটি স্মার্টফোন কিনতে। মেলা ঘুরে সিদ্ধান্ত নেন শাওমি সেলফোন কেনার। তার মতে, ইয়াংদের মধ্যে বর্তমানে শাওমি ক্রেজ বিরাজ করছে। তিনি শাওমি ব্র্যান্ডের এমআই-৬ সেলফোনটি কেনেন।
মেলার প্রথম দিনে বাজারে অবমুক্ত করা হয় নতুন এই সেলফোনটি। ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামরার এই সেটটিতে রয়েছে অ্যাডরিনো জিপিইউ, স্ন্যাপ ড্রাগন সিপিইউ। ৬ জিবি র‌্যামের এই সেটটির স্টোরেজ ৬৪ জিবি। মেলা উপলক্ষে নতুন এই সেটটিতে দেওয়া হচ্ছে ৫০০ টাকার ছাড়। পাশাপাশি উপহার হিসেবে থাকছে টি-শার্ট, পানির পট ও পাওয়ার ব্যাংক। এছাড়া মি-মিক্স সেটটি ৬ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে মেলায়।

মেলায় শাওমির প্যাভিলিয়ন

মেলায় সিম্ফনির যেকোনও হ্যান্ডসেটে থাকছে ৫ শতাংশ ছাড়। এছাড়া হ্যালিও এস ২৫, এস ২০ এবং এস ১০-এর সঙ্গে পাওয়া যাবে ব্যাকপ্যাক এবং হ্যালিও এস ২ মডেলের হ্যান্ডসেটটির সঙ্গে মিলবে টি-শার্ট এবং চাবির রিং। সিম্ফনি জেড৮-এর সঙ্গে পাওয়ার ব্যাংক, জেড৯-এ ব্যাকপ্যাক এবং সিম্ফনি পি৯-এর সঙ্গে একটি ব্লুটুথ স্পিকার পাওয়া যাবে উপহার হিসেবে। সিম্ফনির অন্যান্য হ্যান্ডসেটে পাওয়া যাবে টি-শার্ট ও মগ। মেলায় সিম্ফনির সেলফিবাজ নামে একটি প্রতিযোগিতা চলছে। যেখানে উপহার হিসেবে মিলবে স্মার্টফোন।

উই মোবাইল মেলায় এনেছে এক্স থ্রি মডেলের নতুন হ্যান্ডসেট। সেটটিতে রয়েছে নগদ মূল্য ছাড়। রয়েছে আকষর্ণীয় অফার, একটি সেট কিনলে আরেকটি ফ্রি। উই-এর নির্ধারিত ৩টি মডেলের যেকোনও একটি স্মার্টফোন কিনলেই আরেকটি স্মার্টফোন ফ্রি পাওয়া যাবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ টিকিটের দাম ২০ টাকা। মেলা শেষ হবে শনিবার।

/এইচএএইচ/