মুছে ফেলা যাবে গুগলের ছবি থেকে ওয়াটার মার্ক

গুগলবিভিন্ন সময় নানা প্রয়োজনে ওয়েবসাইট থেকে ইমেজ বা ছবি ডাউনলোড করতে হয়। অনেক সময় ইমেজে ওয়াটার মার্ক দেওয়া থাকে। সাধারণত এসব ইমেজের ব্যাকগ্রাউন্ডে ওয়াটার মার্ক হিসেবে বিভিন্ন কোম্পানি, ব্র্যান্ডের নাম বা লোগো দেওয়া থাকে। এ সমস্যার সমাধানে গুগলের একদল গবেষক সম্প্রতি এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন যার মাধ্যমে অ্যাডোব স্টক -এর মত স্টক ইমেজের ওয়েব সাইটগুলোর ইমেজ থেকে ওয়াটার মার্ক মুছে ফেলা যাবে।
গুগল জানায়, তারা শুধু একটি অ্যালগরিদম ব্যবহার করে কপিরাইট করা ইমেজ থেকে অস্বচ্ছ স্ট্যাম্প অপসারণ করতে সক্ষম হয়েছে।
২০১৭ সালের কম্পিউটার ভিশন এবং প্যাটার্ন রিকগনিশন কনফারেন্স (সিভিপিআর ২০১৭)-এ সম্প্রতি উপস্থাপিত দৃশ্যমান ওয়াটার মার্কের কার্যকারিতা সত্ত্বেও গুগল একটি কম্পিউটার অ্যালগরিদম এই কপিরাইট সুরক্ষাকে পাশ কাটিয়ে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে সক্ষম হয়। ফলে এখন থেকে ব্যবহারকারীরা অবাধে পরিষ্কার ইমেজগুলো একসেস করতে পারবে, যে ইমেজগুলোতে সাধরণত কপিরাইট সুরক্ষা হিসেবে ওয়াটারমার্ক ব্যবহার করা হয়। গুগলের পক্ষ থেকে টালি ডেকেল এবং মাইকেল রাবিনস্ট্যাইন এক ব্লগ পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
ওই ব্লগ পোস্টে এটিও উল্লেখ করা হয়েছে যে, ওয়াটার মার্কের অবস্থান বা অপাসিটি পরিবর্তন করায় গুগল অ্যালগরিদমের ওপর কোনও প্রভাব পড়বে না।
সূত্র: গেজেটস নাউ