এমএনপি সেবার অনুমোদন পেলো ইনফোজিলিয়ান বিডি টেলিটেক

কোম্পানির প্রতিনিধিদের হাতে নোটিফিকেশন তুলে দেওয়া হচ্ছেবাংলাদেশ ও স্লোভেনিয়ার যৌথ কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি টেলিটেককে এমএনপি (মোবাইল নম্বর পোর্টেবিলিটি) সেবা চালুর অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে একটি অনুষ্ঠানে যৌথ কনসোর্টিয়ামের উদ্যোক্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে কোম্পানি চূড়ান্তকরণের নোটিফিকেশনপত্র তুলে দেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
উল্লেখ্য, এমএনপি হলো নম্বর না বদলে অপারেটর পরিবর্তনের পদ্ধতি। অপারেটর পরিবর্তনের এই সেবা নিতে হলে গ্রাহককে ৩০ টাকা দিয়ে আবেদন করতে হবে। এর ৭২ ঘণ্টার মধ্যে সেবাটি চালু হয়ে যাবে। তবে আগের অপারেটরে ফিরতে হলে গ্রাহককে ৯০ দিন অপেক্ষা করতে হবে।
অনুষ্ঠানে বিটিআরসির কমিশনার রেজাউল কাদের, জহুরুল হকসহ বিভিন্ন বিভাগের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
লাইসেন্স পাওয়ার পরে ছয় মাসের মধ্যে এই সেবা চালু করতে হবে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানকে। সে হিসেবে, আগামী মে মাস নাগাদ এই সেবা চালু হতে পারে বলে অনুষ্ঠানে জানানো হয়।