ভয়েস সার্চ নিয়ে এলো আজকের ডিল

ভয়েস সার্চ অ্যাপএখন থেকে অনলাইনে কোনও পণ্য খুঁজতে হলে টাইপ করার ঝক্কি পোহাতে হবে না। অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল নিয়ে এসেছে বাংলায় ‘ভয়েস সার্চ’ সুবিধা। ক্রেতা তার মোবাইল মুখের কাছে নিয়ে কোনও পণ্যের নাম (বাংলা বা ইংরেজি ভাষায়) বললেই পেয়ে যাবেন পণ্যের তালিকা।
বাংলা ভয়েস সার্চ সেবা পেতে হলে আজকের ডিলের মোবাইল অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-তে আজকের ডিলের এই নতুন অ্যাপটি উদ্বোধন করা হয় বুধবার।
এছাড়া অ্যাপে রয়েছে প্রতিদিন খেলুন-জিতুন শপিং গেম অপশন। প্রতিদিন একজন অ্যাপ ব্যবহারকারী সর্বোচ্চ তিনবার এই অ্যাপের মাধ্যমে স্পিন দ্য হুইল গেমটি খেলতে পারবেন এবং তার পছন্দের পণ্যে বিভিন্ন ছাড় ক্যাশব্যাক, একটা কিনলে একটা ফ্রি অফার, ফ্রি ডেলিভারি বা ফ্রি রাইড অফার নিতে পারবেন।
এছাড়া দেশে এই প্রথমবারের মতো শপিং প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে সোশ্যাল শপিং ফিচার যার মাধ্যমে একজন অ্যাপ ব্যবহারকারী যেকোনও মার্চেন্ট বা অন্যকোনও ক্রেতাকে ফলো করতে পারবেন। নতুন এসব ফিচারগুলো ডিজিটাল ওয়ার্ল্ডে আজকেরডিল প্যাভিলিয়ান (ই-কমার্স জোন-১)-এ দর্শনার্থীদের কাছে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।