নতুন বছরে গুগলে বেশি সার্চ করা হয়েছে যা

গুগলগত বছরের সার্চলিস্ট আগেই প্রকাশ করেছিল গুগল। এবার চলতি বছরের প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি যেসব বিষয় সার্চ করা হয়েছে তারও একটি তালিকা প্রকাশ করলো প্রতিষ্ঠানটি। গুগল জানিয়েছে, এ বছরের শুরুতে মানুষ সবচেয়ে বেশি সার্চ করেছে ওজন কমানো নিয়ে।


এছাড়া শীত সম্পর্কিত বিষয়েও মানুষের আগ্রহ ছিল প্রচুর যা গুগল সার্চে দেখা গেছে। গুগল বলছে, গত ৭ দিনে অসংখ্য ব্যবহারকারী উষ্ণ জায়গার সন্ধানে গুগলের দ্বারস্থ হয়েছেন। জানুয়ারির ১ তারিখ থেকে বিশ্বের বিভিন্ন দেশে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে বলে মনে করছে এই সার্চ জায়ান্ট।
এদিকে গত বছর গুগলে যেসব বিষয় সার্চ করা হয়েছিল তার মধ্যে শীর্ষে ছিল হারিকেন ঝড় ইরমার নাম। ২০১৭ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে প্রলয়ঙ্করী ঝড়টি যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছিল। সার্চলিস্টে এরপরই ছিল যথাক্রমে আইফোন ৮ ও আইফোন এক্স।
গত বছর গুগলে সার্চ করা ব্যক্তিদের তালিকায় শীর্ষে ছিলেন ম্যাট লয়ার। মার্কিন এই সাংবাদিক ও টিভি উপস্থাপক তার সহকর্মীদের যৌন হয়রানি করার অভিযোগে বছর জুড়ে আলোচিত ছিলেন।
সূত্র: গেজেটস নাউ