সারাদেশে একযোগে রবি’র ৪.৫জি সেবা চালু

সারাদেশে একযোগে রবি’র ৪.৫জি সেবা উদ্বোধন

দেশের ৬৪ জেলায় একযোগে ৪.৫জি চালু করলো মোবাইল ফোন অপারেটর রবি। একইসঙ্গে এয়ারটেলে ফোরজি প্লাস চালু করা হয়। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ আরও অনেকে।   

মোস্তফা জব্বার বলেন, কোনও কোনও মোবাইল অপারেটর সিম রিপ্লেসমেন্টের জন্য টাকা নিচ্ছে যা অযৌক্তিক। এটা হতে পারে না।

আমি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে একটি সুন্দর সমাধানে পৌঁছতে পারবো। তিনি বলেন, দেশেই মোবাইল ফোন তৈরি হচ্ছে। ২০১৮ সালের মধ্যে দেশে ফোরজি ডিভাইসের কোনও সংকট থাকবে না। মন্ত্রী বলেন, ফোরজি সেবা দিলেই হবে না, সেবার মান ভালো হতে হবে। কল যেন কেটে না যায়, নেটওয়ার্ক যেন থাকে, ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে যেন গতি পাই তাহলেই না ফোরজির চালুর সার্থকতা পাওয়া যাবে।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ফোরজির মাধ্যমে আমরা নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি। ফোরজি ব্যবহার করে এ দেশের ১৬ কোটি মানুষ আপন শক্তিতে জ্বলে উঠবে। 

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাবউদ্দিন আহমেদ বলেন, রবি থ্রিজির দামে ফোরজি দেবে। এই মুহূর্তে দেশের ২০ শতাংশ জায়গায় ফোরজি কাভারেজ রয়েছে। যা দিচ্ছে ১৫০০ সাইট।