রুবিক্স কিউব মেলানোয় নতুন রেকর্ড!

রুবিক্স কিউব রুবিক্স কিউব মেলানোয় নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের দুজন গবেষকের তৈরি একটি রোবট। ওই রোবটটি শূন্য দশমিক ৩৮ সেকেন্ডে পাজল মিলিয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী বেন কাজ ও জারেদ ডি কার্লো মিলে রোবটটি তৈরি করেছেন।

রুবিক্স কিউব মেলানোয় বর্তমানে যে রেকর্ডটি রয়েছে, তাতে এটা মেলানো হয়েছিল শূন্য দশমিক ৬৪ সেকেন্ডে। এই কীর্তি গড়েন জার্মান ইঞ্জিনিয়ার আলবার্ট বিয়ার এবং তার সঙ্গী হিসেবে ছিল সাব-ওয়ান-রিলোডেড নামের একটি রোবট।

এই কীর্তিকেই পেছনে ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গবেষকদের তৈরি রোবটটি। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

নিজেদের রোবট বানানো প্রসঙ্গে জারেদ ডি কার্লো বলেন, আমরা দেখেছি, রুবিক্স কিউব মেলানোয় যারা কাজ করেছেন, তারা সবাই স্টেপার মোটর ব্যবহার করেছেন। আমরা জানতাম, এর চেয়ে ভালো মোটর ব্যবহার করলে আমরা এগিয়ে যাবো।

সূত্র: বিবিসি।