বেসিসের নতুন কমিটির অভিষেক

প্রধান অতিথির সঙ্গে বেসিসের নতুন কমিটিআনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০১৮-২০) দায়িত্ব বুঝে নিয়েছে। রবিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এ উপলক্ষে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার নতুন কমিটির সভাপতি সৈয়দ আলমাস কবীরের হাতে বেসিসের পতাকা তুলে দেন। তিনি বলেন, বেসিসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এ সংগঠনের প্রতিটি ধাপের সঙ্গে আমি যুক্ত ছিলাম, এখনও আছি। তথ্যপ্রযুক্তি খাতের সদস্যদের সংগঠন হিসেবে সবসময় এ খাতের উন্নয়নে সদস্যরা আপসহীনভাবে সব কাজ করে এসেছেন। বেসিসের গর্বিত সদস্য হিসেবে নিজেকে উল্লেখ করে তিনি বলেন, বেসিসের সূচনালগ্নে আমাদের চিন্তা ছিল কীভাবে বাংলাদেশ থেকে সফটওয়্যার রফতানি করা যায়। আর আজ বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রফতানি করছে।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল ওয়ার্ল্ড, বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ, বাংলাদেশ সরকারের তথ্য-বাতায়ন সেবাসহ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্পে বেসিস তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরে একযোগে কাজ করে আসছে। আশা করি ভবিষ্যতেও করবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। এরপর বিদায়ী কার্যনির্বাহী পরিষদ, বেসিস নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডকে তাদের অবদানের জন্য শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। একইসঙ্গে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শপথ পাঠ করান বেসিসের সাবেক সভাপতি ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল।

সৈয়দ আলমাস কবীর বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার বেসরকারি অংশীদার হিসেবে বেসিস প্রতিনিয়ত বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজকের নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব নেওয়ার মাধ্যমে উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখবে।

সবশেষে বিদায়ী কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেন বিদায়ী বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের নবনির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, দিদারুল আলম সানি, লুনা শামসুদ্দোহা ও মোস্তফা রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ ২০১৮-২০ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।