ফেসবুক গ্রুপে ‘ওয়াচ পার্টি’ ফিচার

ফেসবুকওয়াচ পার্টি নামে নতুন একটি ফিচার চালু করেছে ফেসবুক। সাইটটির সব গ্রুপে এই ফিচার ব্যবহার করা যাবে। এর সাহায্যে ব্যবহারকারীরা দারুণ কিছু সুবিধা পাবেন।
ওয়াচ পার্টি ব্যবহারের মাধ্যমে একইসঙ্গে যেকোনও ভিডিও দেখার সুযোগ পাবেন তারা। অর্থাৎ গ্রুপ চ্যাটে সক্রিয় থাকা সবাই একই ভিডিও দেখার পাশাপাশি পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ সম্পর্কে ফেসবুক এক ব্লগপোস্টে জানায়, যখনই ওয়াচ পার্টি শুরু হবে, তখন থেকেই অংশগ্রহণকারীরা ভিডিও দেখতে পারবেন। এর মাধ্যমে লাইভ কিংবা রেকর্ডেড যেকোনও ধরনের ভিডিওই দেখা যাবে। পাশাপাশি একই সময়ে একে-অপরের সঙ্গে যোগাযোগও রাখা যাবে।
বর্তমানে এই ফিচারটি শুধু ফেসবুক গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এতে সফলতা পাওয়া গেলে গ্রুপের বাইরেও চালু হতে পারে ওয়াচ পার্টি ফিচার। এমনকি ফেসবুক পেজেও এই ফিচার চালুর সম্ভাবনা রয়েছে।
সূত্র: গেজেটস নাউ