হেলিও সিরিজের নতুন স্মার্টফোন বাজারে

হেলিও সিরিজের নতুন ফোন বাজারেহেলিও সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে এলো এডিসন গ্রুপ। এস৬০ মডেলের স্মার্টফোনটি বাজারে ছাড়া উপলক্ষে মঙ্গলবার রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ ও জ্যেষ্ঠ পরিচালক মাকসুদুর রহমান।
আমিনুর রশীদ বলেন, আধুনিক স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখেই হ্যালিও এস৬০ তৈরি করা হয়েছে বেশি কর্মক্ষম ও অভিনব ফিচারের সমন্বয়ে। সমসাময়িক অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের তুলনায় হ্যালিও এস৬০-এ যুক্ত করা হয়েছে উন্নত প্রযুক্তির ক্যামেরা, দৃষ্টিনন্দন নকশা ও দুর্দান্ত কর্মক্ষমতা বিশিষ্ট হার্ডওয়্যার।
অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ৬.২ ইঞ্চির আইপিএস নচ ডিসপ্লের এই ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। ছবির জন্য আছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।
এর দাম ২৫ হাজার ৯৯০ টাকা। ১২ মাসের সহজ কিস্তিতেও সেটটি কেনা যাবে।