নতুন ভিআর হেডসেট নিয়ে এলো ফেসবুক

ফেসবুক নিয়ে এলো এই ভিআরনতুন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট অবমুক্ত করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ৩৯৯ ডলার মূল্যের তারহীন এই হেডসেটটি শুধু হাই-এন্ড কম্পিউটারে চালানো সম্ভব হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমস।

টেকাইমসের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘অকুলাস কানেক্ট’ অনুষ্ঠানে নিজেদের ভিআর হেডসেটের নতুন এই সংস্করণটি উন্মোচন করা হয়, তবে এখনও বাজারে ছাড়া হয়নি এটি। আগামী বছরের শুরু নাগাদ হেডসেটটি বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন অকুলাস কোয়েস্ট হেডসেটটির মাধ্যমে আগের অকুলাস গো ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের চেয়ে উন্নতমানের ভার্চুয়াল রিয়েলিটি এক্সপেরিয়েন্স পাওয়া সম্ভব হবে। হেডসেটটির পজিশন ট্র্যাকিংকে আরও উন্নত করতে চারটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা হেডসেট পরে থাকা অবস্থায় সর্বোচ্চ চার হাজার বর্গ ফুট ঘুরতে পারবেন এমনটাই জানিয়েছে টেকটাইমস।

এছাড়া ব্যবহারকারীদের ভার্চুয়াল রিয়েলিটিতে যাতে ঘুরে বেড়াতে সমস্যা না হয়, সেজন্য হেডসেটটির সঙ্গে মোশন কন্ট্রোলারও থাকছে।