১৬ জিবি র‍্যামের স্মার্টফোন আসছে

১৬ জিবি র‌্যামের স্মার্টফোনশিগগিরিই ১৬ জিবি র‍্যামের স্মার্টফোন আসছে। জিএসএম-অ্যারেনার একটি প্রতিবেদন অনুসারে খুব শিগগিরই ১৬ জিবি র‍্যামের স্মার্টফোনের দেখা মিলবে। ব্ল্যাক শার্ক-৩ নামের এই ফোনটি মূলত একটি গেমিং ডিভাইস। ডিভাইসটি এমআইআইটি থেকে ছাড়পত্র পেয়েছে।

ব্ল্যাক শার্ক-৩ স্মার্টফোনে ১৬ জিবি র‌্যাম ‘গেমিং’-এর জন্য উপযুক্ত হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া ব্ল্যাক শার্ক-৩ হবে ফাইভ-জি সমর্থিত ডিভাইস। তবে এটি প্রথমেই ভারতীয় উপমহাদেশে চালু নাও হতে পারে। আবার বিশ্বের কোথাও ১৬ জিবি র‌্যামের কোনও স্মার্টফোন নেই এই বিবেচনা করে কোম্পানিটি ভারতের বাজারে ডিভাইসটির একটি ফোর-জি সংস্করণ বাজারে ছাড়তে পারে।

ব্ল্যাক শার্ক সিরিজের সর্বশেষ ফোন ব্ল্যাক শার্ক-২ -এর দুটি মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন৮৫৫ প্রসেসর এবং ৬ ও ১২ জিবি র‌্যাম ব্যবহার হয়েছিল। এছাড়া ফোন দুটোর স্টোরেজ ক্ষমতা ছিল ১২৮ ও ২৫৬ জিবি।

সূত্র: গেজেটসনাউ