‘নতুন সিদ্ধান্ত অনেকে পছন্দ নাও করতে পারেন’

মার্ক জাকারবার্গফেসবুক মত প্রকাশ ও এনক্রিপশনের ক্ষেত্রে স্বাধীন- এই মূলনীতির ওপরে প্রতিষ্ঠিত, যদিও এটি বরাবরই সমালোচিত, তারপরও। এমনটাই জানিয়েছেন এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। শুক্রবার অনুষ্ঠিত সিলিকন স্লোপস টেক সামিটে তিনি বলেন, আমাদের নতুন উদ্যোগ ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর হতে পারে। অনেকে পছন্দ করতে নাও পারেন। কিন্তু সত্যি কথা বলতে, আগের কর্মকাণ্ডও অনেকের জন্য বিরক্তিকর ছিল। সুতরাং নতুন কিছু করার চেষ্টা করাই ভালো।

দীর্ঘদিন ধরেই জাকারবার্গের মূল উদ্দেশ্য হলো বড় ধরনের আক্রমণাত্মক কিছু না করা। কিন্তু বর্তমানে এমন কিছু পরিবর্তন আনতে হচ্ছে, যাকে অতিমাত্রায় সেন্সরশিপ বলা যায়। ফেসবুকের কিছু কনটেন্টের বিপরীতে তার দায়িত্বের কথা জানিয়ে তিনি বলেন, ধারাবাহিকভাবেই আমাদের সেন্সর বাড়িয়ে দিতে হচ্ছে, যা আমার একেবারেই ভালো লাগে না।

তিনি আরও বলেন, আমরা ক্ষতিকারক কন্টেন্টগুলো সরিয়ে ফেলতে যাচ্ছি। তবে বিষয়টি কয়েকটি জায়গা থেকে শুরু করতে হবে। এছাড়া ফেসবুককে এনক্রিপশনের বিরুদ্ধেও যুদ্ধ শুরু করতে হবে বলে তিনি জানান।
সিএনএন জানায়, জাকারবার্গ ফেসবুকের সিদ্ধান্তের ব্যাপারে সবসময়ই অনড়। এমনকি তা ব্যবহারকারীদের অপছন্দ হলেও।