এক কোটি গ্রাহককে ১০ মিনিট করে কল ফ্রি দেবে গ্রামীণফোন

IMG_20200508_155916_878

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নানা উদ্যোগ ও অবদানের মাধ্যমে চিকিৎসক, গ্রাহক এবং ক্ষতিগ্রস্ত খুচরা ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। করোনাভাইরাস মোকাবিলায় অপারেটরটির প্রতিশ্রুত উদ্যোগের পরিমাণ দাঁড়িয়েছে ১০০ কোটি টাকা বলে জানিয়েছে গ্রামীণফোন। অপারেটরটি জানিয়েছে, এপ্রিল মাসে রিচার্জ করতে পারেননি বা যাদের ব্যালেন্স নেই, শনাক্ত করা এমন গ্রাহকদের ১০ কোটি মিনিট ফ্রি টক টাইম (গ্রাহক প্রতি ১০ মিনিট) দেবে।

শুক্রবার (৮ মে) অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন উদ্যোগের ঘোষণা দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান। তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে এ পর্যায়ে স্বাস্থ্য অধিদফতর স্বীকৃত ২৫ হাজার চিকিৎসককে সহযোগিতা কার্যক্রম আরও প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন। এ কার্যক্রমের আওতায় স্বাস্থ্য অধিদফতর স্বীকৃত চিকিৎসকদের এক টাকার বিনিময়ে প্রতিমাসে ৩০ জিবি ইন্টারনেট দেওয়ার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। এই সুবিধা নির্ধারিত চিকিৎসকদের জন্য আগামী ছয় মাস চলমান থাকবে।’

তিনি আরও বলেন, ‘যারা এপ্রিল মাসে রিচার্জ করতে পারেননি বা যাদের ব্যালেন্স নেই বললেই চলে, এমন শনাক্ত করা গ্রাহকদের ১০ কোটি মিনিট ফ্রি টক টাইম (গ্রাহক প্রতি ১০ মিনিট) দেওয়া শুরু করেছে গ্রামীণফোন।’

তিনি জানান, গ্রামীণফোনের সব গ্রাহককে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  প্রতি মিনিট ৪৮ পয়সা কল রেট, মাইজিপি থেকে সাপ্তাহিক সব ইন্টারনেট প্যাকেজে ১০০ ভাগ বোনাস ও ক্ষতিগ্রস্ত খুচরা ব্যবসায়ীদের জন্য ১০ কোটি টাকার নিরাপত্তামূলক ক্রেডিট স্কিম ঘোষণা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিব, প্রধান যোগাযোগ কর্মকর্তা খায়রুল বাসার অংশ নেন।