বাংলাদেশের ফেসবুক লাইভে যুক্ত হচ্ছেন নোম চমস্কি

প্রখ্যাত মার্কিন ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক নোম চমস্কি প্রথমবারের মতো বাংলাদেশের একটি ফেসবুক লাইভে যুক্ত হতে যাচ্ছেন। বুধবার বাংলাদেশ সময় সকাল দশটায় লাইভে যুক্ত হয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক সমৃদ্ধি ও মিয়ানমারের শরণার্থী সংকট নিয়ে কথা বলবেন তিনি।

বাংলাদেশের টি-কাপ নামে একটি সংগঠনের আয়োজনে ফেসবুক লাইভে যোগ দেবেন নোম চমস্কি। ‘দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক সম্ভাবনা ও শরণার্থী’ বিষয়ে কথা বলবেন তিনি।

সাক্ষাৎকারটি সঞ্চালনা করবেন টি-কাপ এর প্রতিষ্ঠাতা তানবিরুল মিরাজ রিপন। অলাভজনক এই সংস্থাটি দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের রাজনীতি বিষয়ে বিভিন্ন সাক্ষাৎকারের আয়োজন করে থাকে।

নোম চমস্কির সাক্ষাৎকারটি সরাসরি দেখা যাবে টি-কাপ এর ফেসবুক পেজে।